পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে শিশু রহিম হত্যা মামলার একমাত্র আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি শিশু রহিমকে (৭) মানিকনগর এলাকার একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে নিয়ে যায় একই উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল। সেখানে শিশুটিকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় রহিমের বাবা জগলু শাহ বাদী হয়ে পরদিন ২৫ ফেব্রুয়ারি ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় রাসেলকে গ্রেফতার করা হয়। এরপর তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে এই শাস্তি প্রদান করেন।
বিএসডি/ এলএল