পাবনা প্রতিনিধি:
পাবনা র্যাব-১২ এর প্রেস রিলিজ সুত্রে জানা যায় ৩০ জুলাই/২০২২ইং তারিখে র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার সাঁথিয়া থানাধীন মিয়াপুর গ্রামের মেসার্স সাকিল ট্রেডার্সের টিনের গোডাউনে সামনে’ অভিযান পরিচালনা করে সাঁথিয়া মিয়াপুর গ্রামের বালাম উদ্দিনের ছেলে নূর আলী(৫৮) ধৃত আসামী মোঃ নূর আলী (৫৮) কে গ্রেফতার করে।
গ্রেফতার পূর্বক নূর আলীর নিকট হতে সৌদি আরবের ১০০ রিয়াল মূল্যের নোট ০৮ টি, ৫০ রিয়াল মূল্যের নোট ০৬ টি, ২০ রিয়াল মূল্যের নোট ০১ টি, ০৫ রিয়াল মূল্যের নোট ০৫ টি, ০১ রিয়াল মূল্যের নোট ০৫ টি উদ্ধার করে। আটক নূর আলী কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘ দিন যাবত অবৈধভাবে সরকারি শুল্ক ও কর ফাকি দিয়ে বৈদশিক মুদ্রা নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার সাধারন জনগনের নিকট ক্রয়-বিক্রয় করিয়া আসছিল।
এ সংক্রান্ত আটক নূর আলীর বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে ।
বিএসডি/ এমআর