ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক বিতর্ক নতুন কিছু নয়। তবে এবার বোধহয় সেসবকেও ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে চলমান একাদশ আসর। বিপিএলের নবাগত দল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা তো পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলনও বাতিল করেছিলেন। এ ছাড়া একই অভিযোগ রয়েছে আরও বেশ কয়েকটি দলের বিপক্ষে। পারিশ্রমিক না পাওয়ায় এবার চিটাগাং কিংসের পারভেজ হোসেন ইমনও দলের সঙ্গে না থাকার গুঞ্জন উঠেছে।
গত বুধবার ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ খেলেছে চিটাগাং কিংস। তাদের পরবর্তী ম্যাচ ঢাকা পর্বে, যার জন্য ইতোমধ্যে দলটি রাজধানীতেও পৌঁছে গেছে। তবে দলের সঙ্গে ফেরেননি ওপেনার পারভেজ ইমন। গুঞ্জন রয়েছে, পারিশ্রমিক না পাওয়ায় দলের সঙ্গে ঢাকায় ফেরেননি তিনি। তবে দলটির মালিক সামির কাদের চৌধুরি জানালেন, দলের এই ক্রিকেটার ছুটিতে আছেন। একইসঙ্গে ইমনের পারিশ্রমিক না পাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন তিনি।
সামির কাদের বলেছেন, ‘ও (ইমন) তিন-চার দিন ছুটি নিয়েছে কোচের কাছ থেকে, টিম ডিরেক্টর থেকে। এতটুকুই জানি, আর আগামীকাল আসবে (দলে যোগ দেবে) বলেও জেনেছি। সে পারিশ্রমিক পায়নি।’
পরে বিস্তারিত জানিয়ে সামির বললেন, ‘পারিশ্রমিকটা যেকোনো একটা কারণে হয়নি। তার সঙ্গে একটা আলোচনা বাকি আছে, সে ছিল না বলে আলোচনাটা হয়নি। ও আগামীকাল আসবে, এটা (পারিশ্রমিক ইস্যু) এমন কোন বিষয় না। উনি কোথায় কি বলছেন না বলছেন এটা আমি জানি না। আমার সঙ্গে দুই ঘণ্টা আগেও কথা হয়েছে। সে আমার কাছে স্বীকার করছে এরকম কিছুই বলেনি, সে নিজে থেকেই জানিয়েছে।’
আগামীকালই (শনিবার) ইমন দলের সঙ্গে যোগ দেবেন বলেও উল্লেখ করেছেন চিটাগাং কিংসের মালিক, ‘যেকোনো একটা ব্যক্তিগত কারণেই সে পেমেন্ট পায়নি। সবাই পেয়েছে, ও পায়নি যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। সেই সুযোগটা হয়নি আরকি। আমার সঙ্গে কথা হয়েছে, কাল আসছে (ঢাকায়)।’
বিষয়টি নিয়ে ইমনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। পরে অবশ্য তিনি নিজের ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি, কোচ-ম্যানেজারের সঙ্গে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।’