নিজস্ব প্রতিবেদক: পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই শাহজালাল বিমানবন্দরের কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে শিশু উঠে যাওয়ার ঘটনায় আনসার, বিমান ও এপিবিএনের ১০ জনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
গত সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। শিশুটি পাসপোর্ট-বোর্ডিং পাস না নিয়েই কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠে সিটে বসে যায়। প্লেনটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার আগ মুহূর্তে জানা যায় শিশুটি এই ফ্লাইটের যাত্রী নয়। এমনকি তার পাসপোর্ট কিংবা বোর্ডিং পাসও নেই। পরে শিশুটিকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়।
জানা যায়, কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনের দরজাও বন্ধ হয়ে গেছে। এ সময় ৮ থেকে ৯ বছরের একটি ছেলে প্লেনের ভেতরে হাঁটাচলা করছিল। কেবিন ক্রু শিশুটিকে সিটে বসার পরামর্শ দেন।
তখন শিশুটি পাসের সিটে বসে পড়ে। ওই সিটের যাত্রী শিশুটিকে তার বাবা-মায়ের কাছে গিয়ে বসতে বলে, কিন্তু শিশুটি নিরব থাকায় ওই যাত্রী বিষয়টি কেবিন ক্রুকে জানান। তারা ছেলেটিকে তার বাবা-মায়ের বিষয়ে জিজ্ঞেস করেন। কিন্তু শিশুটি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।
একপর্যায়ে কেবিন ক্রুরা হেড কাউন্ট করেন (যাত্রীসংখ্যা গণনা করা)। তখন একজন যাত্রী বেশি পাওয়া যায়। পাইলট উড্ডয়নের আগে বিমানের দরজা খুলে শিশুটিকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির কাছে হস্তান্তর করার নির্দেশনা দেন। পরে ছেলেটিকে বিমান থেকে নামিয়ে সিকিউরিটির কাছে দেওয়া হয়।