বর্তমান সময় ডেস্ক:
নিউ ইয়র্কের এক চিড়িয়াখানায় সমলিঙ্গের পেঙ্গুইন দম্পতির তত্ত্বাববধানে ডিম ফুটে জন্ম নিল এক ফুটফুটে পেঙ্গুইন শিশু। এলমার এবং লিমা, সমলিঙ্গের এই পুরুষ পেঙ্গুইন দম্পতির উষ্ণতায় বিষমকামী পেঙ্গুইন দম্পতি পকিতা এবং ভেন্তের ডিম ফুটে চলতি বছরের ১ জানুয়ারি জন্ম নেয় এক মিষ্টি পেঙ্গুইন ছানা। এটি এই চিড়িয়াখানায় সমলিঙ্গের পেঙ্গুইন দম্পতির তত্ত্বাবধানে ডিম ফুটে জন্ম নেওয়া প্রথম শিশু। জন্মের পাঁচ দিনের মাথায় শাবকটির ওজন ছিল ২২৬ গ্রাম।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, অনেক সময়ই পালক অভিভাবকের উষ্ণতার সাহায্যেই জন্ম নেয় পেঙ্গুইন শিশু।
এই একবিংশ শতাব্দীতে মনুষ্য সমাজের সমলিঙ্গের দম্পতিকে অধিকার আদায়ের জন্য যথেষ্ট বেগ পেতে হয়। তবে পেঙ্গুইনদের সমাজে সমলিঙ্গের সম্পর্ক খুবই স্বাভাবিক ঘটনা।
২০২১ সালে এসে ২০১৬ সালে জন্মানো এলমার তার চেয়ে তিন বছরের ছোট লিমাকে নিজের সঙ্গী হিসেবে বেছে নেয়।ি
সূত্র: সিএনএন
বিএসডি/ এলএল