ক্রীড়া ডেস্ক,
স্যার অ্যালেক্স ফার্গুসন ফোন করেন তার প্রিয় ছাত্রকে। তিনিই রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডে এনেছিলেন। তিনি রোনালদোকে বলেন- সিটি নয়, ইউনাইটেডে যোগ দাও। পিতৃসম ফার্গুসনের কথা ফেলতে পারেননি রোনালদো। মত বদল করেন। জানিয়ে দেন, ম্যানচেস্টার ইউনাইটেডেই তিনি যোগ দিচ্ছেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্ব গণমাধ্যমে। শুক্রবার সকালেই জুভেন্টাসে তার সতীর্থদের সঙ্গে শেষবারের মতো দেখা করেন। অনুশীলন শেষ হওয়ার অনেক আগেই তিনি বেরিয়ে যান। এরপর নিজের ব্যক্তিগত বিমানে তুরিন শহর ছাড়েন। অল্পক্ষণের মধ্যেই জানা যায়, বিমানটি নেমেছে পর্তুগালের লিসবনে। এটাই রোনালদোর শহর। এখানেই তিনি বেড়ে উঠেছেন। সংবাদমাধ্যমের খবর, নিজ বাড়িতে সময় কাটিয়ে তিনি দ্রুত যাচ্ছেন ম্যানচেস্টারে। এরপর মেডিকেল সম্পন্ন করবেন। কত টাকায় চুক্তি হয়েছে এখনো এটা স্পষ্ট নয়। বলাবলি আছে, ট্রান্সফার ফি বাবদ জুভেন্টাসকে বাংলাদেশি মুদ্রায় আড়াইশো কোটি টাকা দিতে হবে ম্যানইউকে। রোনালদোর সাপ্তাহিক বেতন হতে চলেছে প্রায় সাড়ে চার কোটি টাকা। ফুটবল দুনিয়ায় রোনালদো একটি নাম নয়, ইতিহাস। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় ২৯২ ম্যাচ খেলে ১১৮ টি গোল করেছিলেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে গোল করেছেন ১০১ টি। আর রিয়াল মাদ্রিদে চমক সৃষ্টি করেছিলেন। সেখানে ৪৩৮ ম্যাচে গোল করেন ৪৫০ টি। স্মরণ করা যায় যে, রোনালদো তার ক্যারিয়ারে মোট পাঁচবার ব্যালন ডিওর জিতেছেন। পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ সহ ক্লাব পর্যায়ে ৩০ টি ট্রফি রয়েছে তার। তার নেতৃত্বেই ইউরো কাপ জিতেছে পর্তুগাল।
বিএসডি/এএ