নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে সহিংসতার ওই ঘটনায় দুটি মামলায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২০ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, পীরগঞ্জের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া দিনাজপুর পুলিশের সহায়তায় রাতে আরও দুজন গ্রেফতার হন।
ওসি আরও জানান, সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে। যারা গ্রেফতার হয়েছেন তারা এজাহারভুক্ত আসামি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৪২ জন গ্রেফতার হয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (১৯ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরমধ্যে ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়া যুবক পরিতোষ সরকারও রয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার (১৭ অক্টোবর) রাতে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলাকারীরা গরু-ছাগল, অলংকার, নগদ টাকাও নিয়ে গেছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।
বিএসডি /আইপি