অর্থনীতি ডেস্ক:
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় নতুন বছরের প্রথম সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। বিদায়ী সপ্তাহে সব ধরনের বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনও।
সব মিলে পুঁজিবাজারের তিনটি সূচকই ইতিবাচক থাকায় আলোচিত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের হারানো পুঁজি (অর্থাৎ বাজার মূলধন) ফিরেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। একই অবস্থায় লেনদেন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
ডিএসইর তথ্য মতে, সপ্তাহজুড়ে (২-৬ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৮৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ব্যাংক, বিমা এবং আর্থিক খাতসহ আটটি খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮৭ দশমিক ৪৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭২ দশমিক ১৫ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ৭০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬০৩ পয়েন্টে।
তিনটি সূচকই বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ৮৩৫ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ জানুয়ারি) লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪২ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৪৫৪ টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫৮ হাজার ৩১ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ৪৫৯ টাকায়।
পুঁজির পাশাপাশি বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে সোয়া ২ হাজার কোটি টাকা। গত সপ্তাহ শেষে লেনদেন ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬ হাজার ৬৮৯ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ৮১৫ টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮২টির, কমেছে ৬২টির, আর অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির।
তাতে এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৮২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪৯৫ পয়েন্টে। এর আগের সপ্তাহে সূচক ছিল ১৯ হাজার ৬৬৬ পয়েন্ট। সবমিলিয়ে সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৪০১ টাকার।
বিএসডি/ এলএল