নিজস্ব প্রতিবেদলক:
ময়মনসিংহে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম একই এলাকার মৃত রহিম উদ্দিন ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ছেলেকে নিয়ে বাড়ির পাশের পুকুরে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচে মাছ ধরতে যান নজরুল ইসলাম। অসাবধানতাবশত সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছটফট করতে থাকেন তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ছেলে সায়েম৷ পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।
বিএসডি/ফয়সাল