নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে ভবানীপুর সড়কের ব্র্যাক বটতলা এলাকায় একটি জমি থেকে রোববার দুপুরে কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ৫৪ কেজি।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজবাড়ি এলাকার একটি পুকুর থেকে গত কয়েক দিন ধরে মাটি উত্তোলন করে ভবানীপুর সড়কের ব্র্যাক বটতলা এলাকায় আব্দুস ছামাদের নিচু জমি ভরাট করছিল। কখন কীভাবে বিষ্ণুমূর্তিটি ওই জমিতে এসেছে তা কেউ বুঝতে পারেনি।
এরই একপর্যায়ে ওই জমিতে রোববার দুপুর দেড়টার দিকে স্থানীয় শিশুরা খেলাধুলা করার সময় মূল্যবান বিষ্ণুমূর্তিটি দেখতে পায়। পরে এলাকার লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ৫৪ কেজি ওজনের আড়াই ফুট উচ্চতার একটি কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়েছে।
বিএসডি/ এলএল