আর্ন্তজাতিক ডেস্ক:
যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন এবং রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে আসে আলোচনার প্রস্তাব। তবে, আলোচনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আলোচনাস্থল বেলারুস। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি। তারা বেলারুশে বসতে চায় বলে জানায় রাশিয়া। কিছু ক্ষণের মধ্যেই এই প্রস্তাবের জবাব আসে ইউক্রেনের তরফেও। ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি জানান তিনিও আলোচনায় বসতে রাজি কিন্তু তার একটি শর্ত আছে। জেলেনস্কি বলেন, তিনি আর যেখানেই হোক বেলারুসে আলোচনায় বসবেন না রাশিয়ার সঙ্গে।
যদিও ইউক্রেনের প্রস্তাবে তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি মস্কো। বরং, রাশিয়া এবং ইউক্রেনের মধ্য়ে যখন যুদ্ধ থামানো নিয়ে আলোচনায় বসার কথা হচ্ছে, তখনও রাশিয়ার সেনারা যুদ্ধক্ষেত্রে একই রকম সক্রিয়।
বিএসডি/ এফএস