আন্তর্জাতিক ডেস্ক:
সংঘাত নিরসনের লক্ষ্যে আজ সোমবার (১৪ মার্চ) আবারও রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে ইউক্রেন। এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই আলোচনার মূল উদ্দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের ব্যবস্থা করা।
আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দেশের প্রতিনিধিরা প্রতিদিনই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করছেন।’ এ সময় তিনি কাজটিকে কঠিন পথ বলে বর্ণনা করেছেন।
মারিউপোলের একটি মানবিক করিডোর রুশ বাহিনীর দ্বারা আবদ্ধ রয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। তিনি বলেন, রুশ সেনারা সহায়তা ও বাস চলাচলে বাধা দিচ্ছে। বেসামরিক লোকদের সরাতে সোমবার আরও একবার চেষ্টা চালানো হবে।
ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে আজ আবারও ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যদি আপনারা আমাদের আকাশ বন্ধ না করেন, তাহলে যেকোনো মুহূর্তে রাশিয়ান রকেট আপনাদের অঞ্চলেও আঘাত হানবে। কেবল সময়ের অপেক্ষা।’
বিএসডি/ এফএস