আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি নারী হতেন তাহলে তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এমনই দাবি করেছেন।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বরিস জনসনের দাবি, বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালাচ্ছেন। তাই তিনি নারী ক্ষমতায়নের ওপর জোর দেন।
মঙ্গলবার বাভারিয়ায় জি-৭ সম্মেলনের পর একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বরিস এসব কথা বলেন। বরিস বলেন, পুতিন যদি নারী হতেন, তবে তিনি নিশ্চয়ই এমনটি করতেন না। তিনি হচ্ছেন বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতার যোগ্য উদাহরণ।
এ সময় তিনি আরও জানান, জি সেভেনের নেতারা মনেপ্রাণে চাইছে এই যুদ্ধের সমাপ্তি হোক। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছানো যায়নি।
বিবিসি বলছে, মঙ্গলবার ন্যাটোর একটি বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এ মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই বৈঠকে যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলো কীভাবে ভবিষ্যতের হুমকির প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আলোচনা করার কথা ছিল।
বিএসডি/ এমআর