আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেওয়া পুতিনের সমালোচনায় বাইডেন বলেন, রাশিয়ার একজন স্বৈরশাসক আরেকটি দেশে হামলা চালাচ্ছে। যার মূল্য দিতে হচ্ছে গোটা বিশ্বকে। কিন্তু গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের লড়াইয়ে এ মুহূর্তে গণতন্ত্রেরই উত্থান ঘটছে এবং গোটা বিশ্ব স্পষ্টতই শান্তি ও নিরাপত্তার পক্ষ নিয়েছে।
পুতিনের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি হয়তো ভেবেছিলেন, পশ্চিমা বিশ্ব ও ন্যাটোর (পশ্চিমা সামরিক জোট) (ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার) কোনো জবাব দেবে না। তিনি আমাদের বিভক্ত করতে পারবেন ভেবেছিলেন। কিন্তু পুতিন ভুল ছিলেন। আমরা এখন প্রস্তুত রয়েছি।’
বাইডেন এ সময় বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, ইউক্রেনে রুশ সৈন্যদের সঙ্গে মার্কিন সেনারা সংঘাতে জড়ায়নি এবং কখনো এ সংঘাতে জড়াবে না।’ ইউক্রেনে যুদ্ধ করতে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন করা হয়নি, বরং পুতিন পশ্চিমে অগ্রসর হতে থাকায় ন্যাটো মিত্রদের রক্ষায় মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, পুতিন হয়তো কিয়েভের চারপাশ ট্যাংক দিয়ে ঘিরে রাখতে পারেন, তবে ইউক্রেনের মানুষের মন ও হৃদয় কখনোই জয় করতে পারবেন না।ৎ
সূত্র: এএফপির।
বিএসডি/ এফএস