নিজস্ব প্রতিবেদক,
চলমান লকডাউনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। কয়েক দিন থেকেই বিশেষ কায়দায় ঢাকা থেকে উত্তরাঞ্চলের বাস চলাচল করছে। বিশেষ করে রাতে ও ভোরে বাস চলাচল বেড়েছে।
এদিকে বাস চলাচলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সারাদিনই যানজট দেখা যায়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কোনাবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা জুড়ে থেমে থেমে যানজটের কারণে দিনভর দুভোর্গে পড়েন যাত্রীরা।
শনিবার ভোরেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঢাকা-উত্তরাঞ্চলগামী দূরপাল্লার বাস চলাচল করতে দেখেছেন স্থানীয়রা।
বিবিএ’র হিসেবে গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ৩’শ ৪৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। যার মধ্যে অন্তত শতকরা ২০ ভাগ অর্থাৎ প্রায় সাড়ে চার হাজারের অধিক ঢাকা-উত্তরের দুরপাল্লার বাস রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, ‘সরকারী উন্নয়নমুখী অনেক প্রকল্পে শ্রমিক নিয়োগ বা সরবরাহে পরিবহনের পাস দেখানোর কারনে বাধ্য হয়ে বেশ কিছু দূরপাল্লার বাসকে ছেড়ে দেয়া হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোঃ শাহজাহান আলী দাবি করে বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে হঠাৎ বৃষ্টি হওয়ায় কিছু দূরপাল্লার বাস কৌশলে জেলার সাহেবগঞ্জ-রহমতগঞ্জ আভ্যন্তরীন আঞ্চলিক সড়ক দিয়ে যেতে পারে। আমি থাকা অবস্থায় হাটিকুমরুল মোড় দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস ঢুকতে পারেনি।
বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দীন শনিবার দুপুরে সমকালকে বলেন, ‘বিবিএ’র যানবাহন পারাপারের হিসাব আমাদের কাছেও আছে। তারা যেভাবে বলেছে, ঠিক অতটা পরিমান দূরপাল্লার বাস গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পারাপার হয়নি বলে আমাদের ধারণা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু বাস হয়তো চলেছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ঢাকার বিভিন্ন সরকারি প্রকল্পে শ্রমিক সরবরাহ দিতে উত্তরের জেলার প্রশাসনের পাস দেখিয়ে গত পরশু ৬১টি বাস সেতু পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ও উত্তর থেকে ঢাকাগামী ১ হাজার ১০০ যানবাহন সেতু পারাপার হয়েছে। যেহেতু মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত তাই দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা বা বিধিনিষেধ সকলকেই মানতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, সরকারী নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে বৃহস্পতিবার জেলা শহর থেকে ঢাকাগামী অভি ও সেবা পরিবহনের ৮টি দূরপাল্লার বাসকে অর্থদণ্ড করে যাত্রী নামিয়ে দেয়া হয়েছে।
বিএসডি/আইপি