গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তুলাতুলিতে। বাবার নাম আবু তাহের।
কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের ভাষ্য, সেলিম নব্য জেএমবির সামরিক কমান্ডার। তিনি বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড।
কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপকমিশনার ফারুক উল হক প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেছেন যে তিনিই ঘটনার মাস্টারমাইন্ড।
ফারুক উল হক বলেন, সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে ষোলশহর ২ নম্বর গেট ট্রাফিক বক্সে বিস্ফোরণ ঘটে। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচবোর্ড ধ্বংস হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করে।
এই মামলায় ইতিমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির তদন্ত এখনো চলছে।
বিএসডি/এলএল