নিজস্ব প্রতিবেদক:
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আমরা চাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এটা কারও বাপের দেশ নয়। কাউকে সুযোগ দেওয়ার জন্য দেশ স্বাধীন করিনি। বাংলাদেশের দিকে চোখ দিলে বাঙালি সেই চোখ তুলে নেবে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এলডিপির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়
কুমিল্লার ঘটনা প্রসঙ্গে অলি আহমদ বলেন, যে চারজন পুলিশ কর্মকর্তাকে সরকার সরিয়েছে, তাদের সরানোর পরিবর্তে চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল। তারা সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। যার কারণে তাদের শেল্টার দেওয়ার জন্য মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। সরকার যদি মনে করত প্রকৃতপক্ষে ঘটনার জন্য তারা দায়ী, তাহলে তাদের অব্যাহতি দেওয়া উচিত ছিল। এর থেকে কম শাস্তি হতে পারে না।
সরকারকে ক্ষমতার মোহ ত্যাগ করার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, জনগণ এই ক্ষমতা আপনাদের দেয়নি। জনগণ দিলে আমরা বাধা দিতাম না। তবে জাতির এই দুর্দিনে এলডিপির পক্ষ থেকে যে ধরনের সাহায্য প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।
খালেদা জিয়াকে মিথ্যা মামলায় শাস্তি দিয়ে সরকার তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে দাবি করে অলি আহমদ বলেন, আমরা আশা করব সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ন্যায় বিচার পাবেন খালেদা জিয়া। তিনিও ১৯৭১ সালে পাকিস্তানিদের কাছে বন্দি ছিলেন। আওয়ামী লীগের কয়জন নেত্রী বন্দি ছিলেন? জিয়াউর রহমান প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আমি তার পাশে বসে ছিলাম।
এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবে আব্দুল করিম আব্বাসী নেতাকর্মীদের নিয়ে পৃথকভাবে এলডিপির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সেখানে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। তবে অলি আহমদের অনুষ্ঠানে দলের বাইরের কাউকে দেখা যায়নি।
নিজেদের অনুষ্ঠানে জোট শরিকদের কোনো নেতা উপস্থিত না থাকা প্রসঙ্গে মহাসচিব রেদোয়ান আহমদ বলেন, আমরা নিজেদের অনুষ্ঠানে অন্য দলের কাউকে এনে প্রমোট করতে চাই না। তাই অনুষ্ঠানে শুধু দলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
কুমিল্লার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আপনারা কি মনে করেন এটা পাগল ইকবালের কাজ? কখনোই না। পাগল ইকবাল কীভাবে বুঝল এখানে কোরআন শরিফ রাখতে হবে? সে কীভাবে বুঝল পূজামণ্ডপে কুরআন রাখা হলে হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা শুরু হবে। এটা তো পাগলের বোঝার কথা নয়। এ ঘটনার পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে।