নিজস্ব প্রতিবেদক
নববর্ষের প্রথম দিনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রাজউকের আওতাধীন পূর্ব রাজাবাজার এলাকায় রাস্তা প্রশস্তকরণ সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন।
সোমবার (১৪ এপ্রিল) রাজাবাজারে তিনি রাস্তার দুই পাশের বাড়ির মালিকদেরসহ অন্যান্য বাসিন্দাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন এবং রাস্তা প্রশস্তকরণের সুবিধাগুলো তাদের কাছে তুলে ধরেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান রাজউকের জোন-৫ এর সাবজোন ৫/২ এর আওতাধীন পূর্ব রাজাবাজার এলাকায় বসবাসরত জনগণের নিত্যদিনের যানজট ও চলাচলের অসুবিধা নিরসনকল্পে ড্যাপের প্রস্তাবনা অনুযায়ী বিদ্যমান রাস্তাগুলো ৩০ ফুট প্রশস্তকরণের নিমিত্তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঘুরে দেখেন।
এসময় রাজউক চেয়ারম্যান রাজউকের চলমান কার্যক্রমগুলো অবহিতকরণসহ রাস্তা প্রশস্তকরণের ফলে যেসব সুযোগ সুবিধা এলাকার বাসিন্দারা পাবেন, সে সম্পর্কে বাসিন্দাদের সম্যক ধারণা দেন। এছাড়াও তিনি বাসিন্দাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা এবং তাদের কাছে থেকে সুচিন্তিত মতামত নেন। এছাড়াও বিদ্যমান অসুবিধাগুলো অতিদ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, পূর্ব রাজাবাজার এলাকার যানজট নিরসনে ড্যাপের প্রস্তাবনা অনুযায়ী এবং এলাকাবাসীর চাহিদার পরিপ্রেক্ষিতে বিদ্যমান প্রতিবন্ধক স্থাপনাগুলো লাল কালি দিয়ে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এবং ভবন মালিকদের দায়িত্ব সেগুলো নিজ দায়িত্ব অপসারণ করা। যেকোনো নিয়মের ব্যত্যয় ঘটলে রাজউক সেক্ষেত্রে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, রাজধানীবাসীর কাছে একটি বাসযোগ্য নগরী পৌঁছে দেওয়ার লক্ষ্যে যেকোনো সমস্যা সমাধানে রাজউক বর্তমানে সর্বোচ্চ দ্রুততার সঙ্গে কাজ করছে। জনসাধারণের সহযোগিতায় রাজউক সংশ্লিষ্ট সবাই একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে সদা সচেষ্ট। এমনকি নববর্ষের প্রথম দিন ছাড়াও অন্যান্য ছুটির দিনগুলোতেও যেন মানুষকে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় তার জন্য আমরা কাজ করছি।
এসময় তিনি জনসাধারণকে নিজেদের অধিকার নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সচেতন নাগরিক হিসেবে নিয়ম মেনে সব কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. হারুন-অর-রশীদ, পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মনিরুল হক, পরিচালক (জোন-৫) মো. হামিদুল ইসলাম, অথরাইজড অফিসার (জোন ৫/২) মো. ইলিয়াস প্রমুখ।