নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় মো. তানিম নামে এক পোশাক শ্রমিককে হত্যার অপরাধে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি হলেন—সোহেল রানা, ফরহাদ হোসেন, মো. আশিকুর রহমান ও মো. নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল পলাতক।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ২২ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে তানিম নিখোঁজ হন। এর ৩ দিন পরে আশুলিয়ার খাগান গ্রামের একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ শনাক্ত না হওয়ায় সে সময় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিল।
ওই বছরের ১০ আগস্ট তানিমের স্ত্রী নূরুন্নাহার তার স্বামীর নিখোঁজের তথ্য উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পরবর্তীতে তানিমের মা সৈয়দা সুলতানা অপহরণ ও ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ এনে সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তিনি বলেন, আসামি তানিমের কথা মোবাইল ফোনে রেকর্ড করে এবং সেটা শুনিয়ে বিকাশের মাধ্যমে টাকা দিতে বলে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা তানিমকে মুক্তি দেবে।
তদন্তকালে এসব তথ্য উঠে আসে। সোহেল আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার উদ্দেশ্য এবং তার সহযোগীদের পরিচয় প্রকাশ করে।