আন্তর্জাতিক ডেস্ক:
‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের আওতায় প্রত্যেক গৃহকর্ত্রীকে পাশে পাঁচ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তবে পশ্চিমবঙ্গ নয়, গোয়াতে শুরু হবে এই প্রকল্প।
আগামী বছর বিধানসভা নির্বাচনে জিতে সে রাজ্য ক্ষমতায় আসলে প্রতি পরিবারের দায়িত্বশীল নারীদের ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের আওতায় মাসে পাঁচ হাজার রুপি দেওয়া হবে বলে গোয়া তৃণমূল ঘোষণা করেছে।
এ ব্যাপারে গোয়া তৃণমূল খুদে ব্লগিং সাইট টুইটারে জানায়, প্রত্যেক পবিবারের মাসিক আয় নিশ্চিত করতে গোয়া তৃণমূল গৃহলক্ষ্মী কার্ড চালু করেছে। এই মাসিক আয় সহায়তা প্রকল্পে প্রতিটি পরিবারের এক জন নারীকে মাসে সরাসরি পাঁচ হাজার রুপি (বছরে ৬০ হাজার) দেওয়া হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার নারীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের কথা জানিয়ে টুইটারে লিখেছেন, গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করতে পেরে আমি খুশি। গোয়ার প্রতিটি পরিবারের নারীদের আর্থিক ক্ষমতায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
গৃহলক্ষ্মী প্রকল্পের আওতায় গোয়ার সাড়ে তিন লাখ পরিবারকে আনা হবে বলে গোয়া তৃণমূল জানিয়েছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে ৫০০ টাকা দেওয়া হয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিএসডি/ এলএল