খেলাধূলা প্রতিনিধি:
এবার আইপিএলে প্রথমবার খেলছে গুজরাট টাইটান্স। শুরু থেকেই দাপট দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। মঙ্গলবার (২৪ মে) অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় পেয়েছে তারা। এর মধ্য দিয়ে ফাইনালে পৌঁছে গেলো হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি।
এদিন, টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। প্রথম তিন বলে তিনটি বিশাল ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ডেভিড মিলার।
প্রোটিয়া এই ব্যাটার ৩৮ বলে ৬৮ রানের ঝাড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার উইলোতে ছিল ৫টি ছক্কা ও ৩টি চারের মার। এছাড়া হার্দিক পান্ডিয়া ৪০, শুভমান গিল ৩৫ ও ম্যাথু ওয়েড ৩৫ রান করেন। ট্রেন্ট বোল্ট ও ওবেড ম্যাককয় একটি করে উইকেট নেন। অন্যটি রান আউট।
এর আগে ব্যাটিংয়ে রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন জস বাটলার। এছাড়া অধিনায়ক সঞ্জু স্যামসন ৪৭ ও দেবদূত পাডিক্কাল ২৮ রান করেন। গুজরাটের বোলারদের মধ্যে মোহাম্মদ শামি, ইয়াশ দয়াল, রবিশ্রীনিবাসন ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট শিকার করেন।
বিএসডি/ এমআর