বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
সবাইকে চমকে দিয়ে মার্কিন বিজ্ঞানীরা তৈরি করেছেন এক অতি আশ্চর্যরকম রোবট। যার পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। তাই এটিকে বলা হচ্ছে জীবন্ত। প্রক্রিয়াটি এমনভাবে ঘটে, যা উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে সচরাচর দেখা যায় না। বিজ্ঞানীরা রোবটটির নাম দিয়েছেন জেনোবটস। এ নিয়ে বিস্তারিত লিখেছেন- তানভীর তানিম
ভারমন্ট ইউনিভার্সিটি, টাফটস ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়াইস ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল ইন্সপায়ারড ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানীরা বলেন, তারা যেকোনো প্রাণী বা উদ্ভিদের থেকে আলাদা জৈবিক প্রজননের সম্পূর্ণ নতুন রূপ আবিষ্কার করেছেন; যা বিজ্ঞানে অতি পরিচিত।
এ প্রসঙ্গে জীববিজ্ঞানের অধ্যাপক এবং টাফটস বিশ্ববিদ্যালয়ের অ্যালেন ডিসকভারি সেন্টারের পরিচালক মাইকেল লেভিন বলেন, আমি এতে অবাক হয়ে গিয়েছিলাম। উল্লেখ্য, মাইকেল লেভিন নতুন এ গবেষণার সহ-প্রধান লেখক ছিলেন।
রোবট নাকি জীব?
ব্যাঙের প্রজননের একটি উপায় আছে, যা তারা তখনই ব্যবহার করে। যখন আপনি ভ্রূণের বাকি অংশকে (কোষ) মুক্ত করেন এবং নতুন পরিবেশে তাদের কীভাবে থাকতে হবে তা বোঝার সুযোগ দেন। এ সময়ে চলাফেরার পাশাপাশি পুনরুৎপাদনের নতুন উপায়ও তারা খুঁজে বের করে।
স্টেম সেল হলো অনির্দিষ্ট কোষ, যা বিভিন্ন ধরনের কোষে বিকাশ করার ক্ষমতা রাখে। জেনোবটস তৈরির জন্য গবেষকরা ব্যাঙের ভ্রূণ থেকে জীবন্ত স্টেম কোষকে ক্র্যাপ করেন। এরপর সেগুলোকে ইনকিউবেট করার জন্য রেখে দেন। এতে জিনের কোনো হেরফের থাকে না।
‘বেশির ভাগ মানুষ রোবটকে ধাতু এবং সিরামিকের তৈরি বলে মনে করে। তবে একটি রোবট কী থেকে তৈরি তা নয় বরং এটি মানুষের জন্য কী কাজ করে তা আগে বিবেচনা করা উচিত’, বলেছেন ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক এবং রোবোটিক্স বিশেষজ্ঞ জশ বোনগার্ড। যিনি ছিলেন এ গবেষণার প্রধান লেখক।
এভাবে এটি একটি রোবট। আবার একই সঙ্গে জিনগতভাবে অপরিবর্তিত ব্যাঙ কোষ থেকে তৈরি জীব।
জেনোবটস
জেনোবটস, যা প্রাথমিকভাবে গোলক আকৃতির। প্রায় ৩০০০ কোষ থেকে তৈরি হয় এবং প্রতিলিপি করতে সক্ষম। তবে এটি খুব কম ঘটে এবং শুধু নির্দিষ্ট পরিস্থিতিতে ঘটে। এ ক্ষেত্রে জেনোবটস কাইনেটিক রেপ্লিকেশন ব্যবহার করে। এটি এমন একটি প্রক্রিয়া, যা আণবিক স্তরে পরিচিত। একে পুরো কোষ বা জীবের স্কেলে আগে কখনো দেখা যায়নি।
আকৃতি
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিলিপিতে জেনোবটসকে আরও কার্যকর করার জন্য গবেষকরা কোটি কোটি দেহের আকার পরীক্ষা করেছেন। এ সুপার রোবটটি সি-আকৃতির; যা ১৯৮০-এর দশকের ভিডিও গেম প্যাক-ম্যানের মতো। ‘এআই রোবটকে সেভাবে প্রোগ্রাম করেনি যেভাবে আমরা সাধারণত কোড লেখার সময় চিন্তা করি। এর আকৃতি এবং গঠন প্যাক-ম্যান আকৃতির’, বোনগার্ড বলেন।
কর্মক্ষেত্র
গবেষকদের মতে, আণবিক জীববিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এ সংমিশ্রণটি সম্ভাব্যভাবে শরীর এবং পরিবেশের অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে সমুদ্রে মাইক্রোপ্লাস্টিক সংগ্রহ, রুট সিস্টেম পরিদর্শন এবং পুনর্জন্মের ওষুধের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বিএসডি/জেজে