খেলাধূলা প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় আগে কখনো তাদের বিপক্ষে জেতা হয়নি। এবার খরা ঘোচানোর আশায় বাংলাদেশ দল দুটি ভাগে শুক্রবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে। সফরে বাংলাদেশ দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
কাল বেলা ১১টায় প্রথম দলে আট সদস্য এবং রাত ১১টায় ঢাকা ছেড়েছে দ্বিতীয় ভাগের দলটি। আজ সকাল পৌনে ১১টায় যাত্রা করবে শেষ দল। এই দলে টেস্ট ক্রিকেটাররা আছেন। এর বাইরেও তিন সদস্যের একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে।
ওয়ানডেতে সাম্প্রতিক পারফরম্যান্স আশা জোগাচ্ছে অন্যতম নির্বাচক হাবিবুল বাশারকে। ঢাকা ছাড়ার আগে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সব সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের সাম্প্রতিক সময়ে যদি ওয়ানডে পারফরম্যান্স দেখেন, একটু আশাবাদী হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি।’ ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডে, ২০ মার্চ জোহানেসবার্গে দ্বিতীয় এবং ২৩ মার্চ সেঞ্চুরিয়ানে তৃতীয় ওয়ানডে। ৩০ মার্চ ডারবানে প্রথম টেস্ট এবং ৭ এপ্রিল পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
বিএসডি/ এমআর