জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়াপ্রেমী। ক্রীড়াঙ্গনের কারো দুঃখ দুর্দশা থাকলে পাশে দাড়ান। সম্প্রতি প্রধানমন্ত্রী প্রয়াত তারকা ফুটবলার বাদল রায় সহ, অসুস্থ থাকা কয়েকজন ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংশ্লিষ্টদের আর্থিক অনুদান দিয়েছেন। ক্রীড়াবিদদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার এক কোটি দশ লাখ টাকার চেক, সঞ্চয়পত্র ও একটি ফ্ল্যাটের বরাদ্দপত্র প্রধানমন্ত্রীর পক্ষে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে সাতজনের হাতে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। কৃতি ফুটবলার ও সংগঠক প্রয়াত বাদল রায়ের পরিবারকে ২৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্রের চেক ও একটি ফ্ল্যাটের বরাদ্দপত্র দেয়া হয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে তা বুঝে নেন বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়।
এছাড়া দুই জন স্বাধীন বাংলা দলের ফুটবলার সুভাষ সাহাকে পাঁচ লাখ টাকার চেক ও ২৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র, আমিনুল ইসলাম সবুজকে ২৫ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্রের চেক প্রদান করা হয়। তন্দ্রিমা সিকদার ও আকরাম হোসেন সরকারকে ১০ লাখ দশ লাখ টাকা, সাব্বির হোসেন ও সাইফুল ইসলাম ভোলাকে ৫ লাখ করে, ক্রীড়া সংগঠক সাব্বির হোসেনকে ৫ লাখ টাকার চেক, আবাহনীর সমর্থক গোষ্ঠীর গাজীপুরের কর্মকর্তা সাইফুল ইসলাম ভোলাকে পাঁচ লাখ টাকা দেয়া হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। ক্রীড়াঙ্গনের সকল বিষয়ে তিনি পাশে থাকেন। তার পরামর্শেই আমরা চলছি।’ প্রধানমন্ত্রীর এই অনুদান পেয়ে বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বলেন,‘ বাদলকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করিয়েছিলেন প্রধানমন্ত্রী। আবার আমাদের এভাবে পাশে দাড়ালেন। আমাদের পরিবার তার কাছে কৃতজ্ঞ।’