নিজস্ব প্রতিবেদক
স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ যে রোডম্যাপ ঘোষণা করেছেন তার প্রশংসা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এ প্রশংসা করেন।
ফলকার টুর্ক বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন। বিশেষ করে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন দেশে সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান বিচারপতি জাতিসংঘের প্রতিনিধি দলকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়া ও মানবাধিকারের সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ বলে আশ্বাস দেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। এর আগে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে আসেন ফলকার টুর্কের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।