ধর্ম ডেস্ক:
শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে আজ। বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসব উদযাপন করবে। এটি ‘আশ্বিনী পূর্ণিমা’ নামেও পরিচিত।
‘প্রবারণা’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত। ‘প্রবারণা’ শব্দটির পালি ভাষারূপ ‘পবারণা’। এর অর্থ হলো ‘নিষেধ করা’, ‘শিক্ষা সমাপ্তি’, ‘অভিলাষ পূরণ’, ‘আশার তৃপ্তি’, ‘প্রকৃষ্টরূপে বরণ করা’, ‘দোষত্রুটি স্বীকার’ ইত্যাদি। ব্যাপক অর্থে প্রবারণা বলতে অসত্য ও অকুশল কর্মকে বর্জন করে সত্য ও কুশল কর্মকে বরণ করা।
আত্মশুদ্ধি অর্জন এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে গ্রহণের অনুষ্ঠান প্রবারণা। গৌতম বুদ্ধের সিদ্ধিলাভের পর আষাঢ়ী থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন। তার পর থেকেই বৌদ্ধ সংস্কৃতিতে দিনটি ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়।
বুধবার থেকে দেশের প্রতিটি বৌদ্ধবিহারে এক মাস ব্যাপী অনুষ্ঠিত হবে কঠিন চীবর দান উৎসব। প্রবারণা পূর্ণিমার অন্য একটি উৎসবময় দিক হলো ফানুস উত্তোলন।
বিএসডি/আইপি