নিজস্ব প্রতিবেদক,
বিদেশগামীদের টিকার জন্য আমি প্রবাসী নামে বিশেষ এ্যাপের উদ্বোধন করেছে সরকার। আজ রাত থেকেই করা যাবে নিবন্ধন।
দেশে অবস্থান করা প্রবাসীকর্মীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। তবে তাদের নামের তালিকা আসতে হবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে।
গত বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
তবে ভুক্তভোগী প্রবাসীরা জানান, করোনার টিকা গ্রহনের সার্বিক প্রক্রিয়া নিয়ে নানামুখী ঝামেলার শিকার হচ্ছেন তারা।
বিশ্বের যেসব দেশ সিনোফার্মের ভ্যাকসিন মেনে নিচ্ছে বা মেনে নিতে চায়‑ সেসব দেশের প্রবাসী শ্রমিকরা টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। ঢাকার বাইরেও এ টিকা নেওয়া যাবে। টিকা নেওয়ার পর টিকার সার্টিফিকেট নিয়ে তারা বিদেশে যেতে পারবেন। ইতোমধ্যেই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে প্রবাসী শ্রমিকদের তালিকা চাওয়া হয়েছে। তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া কোনও টিকা দেওয়া হবে না।
ঢাকা/ সুমন/কাইয়ুম