নিজস্ব প্রতিবেদক
প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে ‘কেন্দ্রীয় ডায়াস্পোরা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। রবিবার (৯ ফেব্রুয়ারি) বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের জন্য নতুন এই কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, তারা যে শুধু এই মুভমেন্টের সময় ছিলেন তা কিন্তু নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই মানুষগুলো যেভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছে। সেজন্য সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমরা তাদের সেই সম্মানটা কখনও দিতে পারেনি। আমরা এয়ারপোর্টে তাদের সেই পরিমাণ সম্মান, ভালো ব্যবহার সেটা নিশ্চিত করতে পারিনি এবং একজন প্রবাসী একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তাদের যেসব সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার ছিল তা আমরা পারেনি।
তিনি বলেন, ‘আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সে জায়গা থেকে আমরা চিন্তা করি এই মানু্ষগুলো আমাদের অন্যতম বড় শক্তি। এবং তাদের আমাদের সেই যথাযথ সম্মানটা দিতে হবে। সেই লক্ষ্যে নাগরিক কমিটি যখন আমরা গঠন করি, তখন থেকেই আমরা চিন্তা করেছি; কীভাবে এই মানুষগুলোকে যুক্ত করা যায়।
‘লোকাল রিজিয়ন’ থেকে শুরু করে দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর এই ‘সেন্ট্রাল ডায়াস্পোরা ফোরাম’ গঠন করা হয়েছে বলেও জানান সারোয়ার তুষার। তিনি বলেন, ‘আমরা চাই যে এই সেন্ট্রাল ডায়াস্পোরা পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় ভূমিকা রাখবে। আমাদের দেশ থেকে এখন যেরকম মেধাবীরা বাইরে চলে যাচ্ছে, তারা যেন লেখাপড়া শেষে দেশে ফিরে আসে সেই ব্যবস্থা করা যায়।’
জাতীয় নাগরিক কমিটির প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও কাজ করছে বলেও জানান তিনি।