নিজস্ব প্রতিবেদক
রেলগাড়ির কামরায় নয়, তবে এক অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ দেখা কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
দীর্ঘদিন পর প্রাক্তন তারকা যুগলের অভিব্যক্তি দেখে অনুরাগীদের অনুমান, মুখোমুখি হয়ে প্রথমে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন তারা। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু সামনে তাক করা অজস্র ক্যামেরা। তাই পরিস্থিতি সামাল দিতে কথা বলার ও পরস্পরকে আলিঙ্গন করার বিষয়ে উদ্যোগী হন কারিনা নিজেই। অভিনেত্রী এমন মুহূর্তে ফেরাননি শাহিদ।
শেষ দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘জাব উই মেট’ ছবিতে। তারপর থেকে দু’জনের প্রায় মুখ দেখাদেখি বন্ধ। একই অনুষ্ঠানে থাকলেও পরস্পরকে এড়িয়ে গিয়েছেন। কিন্তু শনিবারের অনুষ্ঠানে আর তেমনটা হলো না। মুখোমুখি হয়ে এড়িয়ে যাওয়ারও উপায় ছিল না। অগত্যা হাসিমুখে বাক্যবিনিময় করেছেন তারা।
তবে ‘আদিত্য’ ও ‘গীত’কে ফের একসঙ্গে দেখতে পেয়ে খুশি অনুরাগীরা। কিন্তু অনেকেরই মনে হয়েছে, এই সাক্ষাৎ কেবলই ক্যামেরার সামনে সৌজন্য বজায় রাখার জন্য। তবে শাহিদ জানালেন ভিন্ন কথা।
এই পুনর্মিলন নিয়ে অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের জন্য এটা নতুন কিছুই নয়। আজ মঞ্চে দেখা হয়ে গিয়েছিল। অন্য সময়, এদিক-ওদিক দেখা হয়ে যায়। আমাদের জন্য এটা খুবই স্বাভাবিক একটা বিষয়।”
শাহিদের বক্তব্য, তারকাখচিত অনুষ্ঠানে এমন দেখা হয়ে যায়। তখন কথা বলাটা খুব স্বাভাবিক বিষয়।
প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত কারিনা ও শাহিদের প্রেমের গুঞ্জন বলিউডে শোনা গিয়েছিল। তাদের একসঙ্গে ‘ফিদা’, ‘চুপ চুপ কে’ ও ‘জব উই মেট’-এর মতো জনপ্রিয় ছবিতে দেখা গেছে।
যদিও ‘জাব উই মেট’-এর শুটিংয়ের সময়ই তাদের বিচ্ছেদ ঘটে। পরে ‘টাশান’-এর শুটিংয়ে সইফ আলি খানের প্রেমে পড়েন কারিনা এবং ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।