নিজস্ব প্রতিবেদক
প্রেস কাউন্সিলের সদস্য হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। তিনি প্রেস কাউন্সিলের ২১তম কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তাকে কাউন্সিলের মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ৪(৩)(ডি) ধারায় উল্লেখ রয়েছে, ১৪ সদস্যের কাউন্সিলের একজন সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত হবেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সচিব ড. ফেরদৌস জামানকে সদস্য পদে ইউজিসি থেকে মনোনয়ন প্রদান করা হয়েছে। ২১তম কাউন্সিলের সব সদস্যের তালিকা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশের বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে।
এ মনোনয়েনের মাধ্যমে ড. ফেরদৌস জামান আগামী দুই বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০তম কাউন্সিলের সদস্য হিসেবে ড. ফেরদৌস জামান দেশের সাংবাদিকতার মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক গৃহীত বিভিন্ন সিদ্বান্ত গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ড. ফেরদৌস জামান ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগ থেকে অনার্স এবং ১৯৯২ সালে একই বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) হিসেবে যোগদান করেন এবং ২৪ বছরের বেশি সময় ধরে ইউজিসির বিভিন্ন বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
বিএসডি/আরপি