স্টাফ রিপোর্টার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীর কাছ থেকে অবৈধ ভিওআইপি কল করার ৩ হাজার কার্ড জব্দ করা হয়েছে। কার্ড বহনকারী যাত্রীকেও আটক করেছে বিমানবন্দরে কর্তব্যরত এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। ওই যাত্রী কার্ডগুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান ঢাকা পোস্টকে বলেন, মধ্যরাতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ এ হাসান আলী নামের এক যাত্রীর কাছ থেকে এগুলো পাওয়া যায়। সে সময় এয়ার এরাবিয়ার (থ্রিএল-০৬৬) ফ্লাইটের বোর্ডিং চলছিল। নিরাপত্তা তল্লাশির সময়ে এভসেক সদস্য তাকে চ্যালেঞ্জ করলে তার হ্যান্ডব্যাগ থেকে ৩ হাজার পিস ভিওআইপি কল কার্ড পাওয়া যায়।
তিনি বলেন, প্রতিটি কল কার্ড ১০ মার্কিন ডলার সমমূল্যের। গোটা চালানের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কল কার্ডসহ যাত্রীকে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, ওই যাত্রী এখনো কাস্টমসের অধীনে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।
বিএসডি/এমএম