নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ২ জনসহ মোট ৪ জন মারা গেছেন। একই সময়ে ১৬২ নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১৫ জনে। করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ১২২ জনে। জেলায় শনাক্তের হার ১৪ দশমিক ১৯।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, শনিবার পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ৫৯ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ৩৮ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৫ জন।
বিএসডি/এএ