নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেলেন ৫১৬ জন। একই সময়ে ২৬০ নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৫ শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মৃত তিনজনের একজনের বাড়ি গোপালগঞ্জ সদরে এবং দুজন ফরিদপুর সদরের বাসিন্দা। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনাক্ত হয়েছেন ৬০ জন। দুজন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৫৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৯ জনের। নতুন ভর্তি হয়েছেন ১০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৬ জন।
বিএসডি/আইপি