নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে মধুখালীতে এবং বুধবার দুপুরে চরভদ্রাসনে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- মধুখালীর গাজনা ইউনিয়নের চর চন্দনা গ্রামের শহিদ মোল্লার ছেলে আল আমিন (২৩), একই উপজেলার বাগট ইউনিয়নের পূর্ব বাগাট গ্রামের শফি শেখের ছেলে মো. সিয়াম (১৬) ও গাজীরটেক ইউনিয়নের চর সুলতানপুর দোপা ডাঙ্গী গ্রামের আবুল বাসার (৬৯)।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খেজুর গাছে আঘাত করলে মোটরসাইকেল চালক আল আমিন নিহত হন এবং ইমরুল (২৩) ও মো. নাঈম (২৬) নামে অপর দুই আরোহী আহত হন। মধুখালীর কোরকদী ইউনিয়নের রামদিয়া গ্রামের বটতলার মধুখালী-বালিয়াকান্দী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মঙ্গলবার ফরিদপুর থেকে কামারখালীগামী একটি বালুভর্তি ট্রাক উল্টে গেলে ট্রাকের সহকারী মো. সিয়ামের মৃত্যু হয়। মধুখালীর রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের স্যানখালী সেতু এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাটি ভর্তি ট্রাকটি উল্টে গেলে সহকারী ট্রাকের নিচে চাপা পরে গুরতর আহত হন। পরে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সিয়ামের মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক কিশোর ও এক তরুণ মারা গেছেন।
বুধবার ফরিদপুরের চরভদ্রাসনে এক ইজিবাইকের ধাক্কায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল বাসার নামের এক বৃদ্ধ। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গাজীরটেক ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ইজিবাইকসহ চালক মিঠুন বিশ্বাসকে (৩৪) আটক করেছে।
বাসারের ভাতিজা মো. ফরিদুজ্জামান জানান, ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ফরিদপুরগামী ইজিবাইক ধাক্কা দিলে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পান আবুল বাসার। উদ্ধার করে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ইজিবাইকসহ চালক পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।