স্পোর্টস ডেস্ক:
শুরুটা কিছুটা ধীরগতির। নো বল, ফ্রি হিট আর ক্যাচ মিসে যত সময় গড়িয়েছে, বেড়েছে পাকিস্তানের রান তোলার গতি। খোলস ছেড়ে বেড়িয়ে এসেছেন ফখর জামান-মোহাম্মদ রিজওয়ানরা। শেষদিকে দারুণ বোলিং করে আবারও ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। তাতে রানটা যেমন বাড়ার ভাবনা ছিল, বাড়ল না ততটাও।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ১৭৭ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে পুরো টুর্নামেন্টের মতো এদিনও দারুণ শুরু এনে দেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
উদ্বোধনী জুটিতে ৭১ রান যোগ করেন এই দুজন। ৫ চারে ৩৪ বলে ৩৯ রান করে এডাম জাম্পার বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে বাবর ফিরলে এই জুটি ভাঙে।
বিস্তারিত আসছে