খেলাধূলা প্রতিনিধি:
হয়তো নিজের শেষ বিশ্বকাপ হিসেবে কাতার বিশ্বকাপ খেলতে চাচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশবাসীকে কথা দিয়েছিলেন, ‘পর্তুগালকে ছাড়া বিশ্বকাপই হবে না’।
কথা রাখলেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের প্লে অফ ফাইনালে সতীর্থ ব্রুনো ফের্নান্দেজ এর জোড়া গোলে উত্তর মেসিডোনিয়াকে হারাল পর্তুগিজরা।
এ জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল রোনাল্ডোর পর্তুগাল।
ব্রুনোর প্রথম গোলটিতে দারুণ সহায়তা রোনাল্ডো।
এস্তাদিও দ্রাগাওয়ে আজ শুরুতে নড়বড়ে দেখা গেছে পর্তুগালকে। ম্যাচের ১৪ মিনিটে গিয়ে দলকে ছন্দে ফেরান রোনাল্ডো।
এ সময় ডিয়োগো জোটার পাস থেকে গোলও পেতে পারতেন সিআর সেভেন। তবে তার শটটা লক্ষ্যভ্রষ্ট হয়।
ব্রুনোর সঙ্গে রোনাল্ডোর বোঝাপড়াটা বেশ। কারণ দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন। দুজনেরই দুজনার গতি, দুর্বলতা, প্রতিভা সবই জানা।
এ ম্যাচেও দেখা গেল তাই। ৩২ মিনিটে রোনাল্ডো পাস থেকে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুনো ফের্নান্দেজ।
বিরতির আগে বেশ কিছু আক্রমণ দেখা গেলেও প্রথমার্ধে ওই একটা গোলই উপভোগ করে দর্শক।
দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধে প্রতি আক্রমণে উঠে মেসিডোনিয়া। তবে উল্টো গোল হজম করতে হয়। এবারও ত্রাতা ব্রুনো ফের্নান্দেজ। ৬৫ মিনিটে জোটার বাড়ানো বলে ব্রুনো দারুণ এক ভলিতে পরাস্ত করেন গোলরক্ষক দিমিত্রেভস্কিকে। ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
ম্যাচের বাকি অংশে লড়াইয়ে ফেরার চেষ্টা করে মেসিডোনিয়া, তাতে লাভ হয়নি।
ফলে রেফারির শেষ বাঁশিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল।
বিএসডি/ এমআর