ক্রীড়া প্রতিবেদক
নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার পর বিসিবির পরিচালনা পর্ষদেও এসেছে ব্যাপক রদবদল। নতুন দায়িত্ব নেওয়া পরিচালকদের একজন নাজমুল আবেদীন ফাহিম। এই কয়েক মাসেই ফারুকের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে তার।
বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন ফাহিম। তার অভিযোগের তীর ফারুকের দিকে। তিনি জানিয়েছেন, বিসিবি সভাপতির হস্তক্ষেপে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।
এ অভিযোগ নিয়ে ফারুক বলেন, ‘পদত্যাগ করতে চায়নি (ফাহিম), কাজ করা কঠিন বলেছে। পদত্যাগ করতে চেয়েছে এমনটা আমি শুনিনি, যাইহোক ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। এই বোর্ড কিন্তু ফাহিম ভাই আর আমাকে বোঝায়। আর যারা আছে তারা কিন্তু সবাই পুরাতন। কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম। তখন অনেক দিকে নজর দিতে হয়। তো সেখানে ভুল বুঝে একটা অবস্থা তৈরি হতে পারে। ওই জিনিস থেকেই হয়তো চিন্তা করছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’
পরে দুর্ব্যবহার নিয়ে করা নিয়ে ফারুক বলেন, ‘দুর্ব্যবহার এটা তো আসলে একটা আপেক্ষিক টার্ম। আপনাকে একটা ঘুষি মারলে দুর্ব্যবহার, ছোট্ট একটা কথা বললেও দুর্ব্যবহার। কথাটা আসলে জোরে বলেছি! এরকম কোন কথা বলেছি যেটা উনি পছন্দ করেননি। অনেক সময় অনেক জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায়।’
এর আগে ফাহিম বলেছিলেন, ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’
‘আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল।’-যোগ করেন তিনি।