গত মাসে আফ্রিকায় করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়। এখন পর্যন্ত ৪০টি দেশে ছড়িয়েছে ধরনটি। আফ্রিকা অঞ্চলের দেশ হওয়ায় নাইজেরিয়াকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর জের ধরেই আক্রান্ত দুজনকে ফিজি সীমান্তে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে ফিজির স্বাস্থ্যসচিব জেমস ফং এক বিবৃতিতে বলেন, অমিক্রনে আক্রান্ত দুজনকে সীমান্তে আটকে দেওয়া এটাই ইঙ্গিত দিচ্ছে, এবারের মতো ফিজির অভ্যন্তরে সংক্রমণ এড়ানো গেছে।
ফিজিতে ১০ লাখের মতো মানুষের বসবাস রয়েছে। গত বছর করোনা শনাক্তের পর পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছিল দেশটি। তবে এ বছর শুরুর দিকে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। সে সময় থেকে ফিজিতে প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে এখন পর্যন্ত ফিজিতে ৯০ শতাংশ বাসিন্দা করোনার টিকা নিয়েছেন।
টিকাদানের হার বৃদ্ধির সঙ্গে কমেছে করোনার সংক্রমণ। গতকাল সবশেষ দেশটিতে নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে কারও মৃত্যু হয়নি।
সূত্র:এএফপি
বিএসডি/ এলএল