ফিলিপাইনের ফেডারেশন অব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান আলবের্তো বোকানেগ্রা বলেন, ‘গত এক দশকের মধ্যে ডিসেম্বরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর একটি এটি। আমরা যেসব তথ্য ও ছবি পাচ্ছি সেগুলো খুবই উদ্বেগের।’
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার মুখপাত্র মার্ক তিম্বাল জানান, সেনাবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ১৮ হাজারের বেশি সদস্য উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
ফিলিপাইন কোস্ট গার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছে। এতে দেখা যায়, মিন্দানাওর সুরিগাও শহরের কাছে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ধানের জমিগুলো পানিতে তলিয়ে গেছে।
বর্তমানে রাইর বাতাসের গতি কমে ঘণ্টায় ১৫০ কিলোমিটার হয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে টানা বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ফিলিপাইনের আবহাওয়া দপ্তর আভাস দিয়েছে, আজ ঝড়টি দক্ষিণ চীন সাগর হয়ে ভিয়েতনামের দিকে এগিয়ে যাবে।
সূত্র:এএফপি।
বিএসডি/ এলএল