নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনকে ইসরায়েলের আক্রমণ থেকে মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে কার্যকরী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।
বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক ‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন মুক্ত করো’ শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বাবলু বলেন, ভারত এমন একটি জাতি যারা ইসরায়েলকে সহযোগিতা করছে। তাদের অস্ত্র দিচ্ছে, যে অস্ত্র দিয়ে গাজার নিরপরাধ মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। ইসরায়েলকে বলতে চাই, ফিলিস্তিনের মানুষকে তোমরা বেশিদিন দাবিয়ে রাখতে পারবে না। প্রয়োজনে আমরা বুকের রক্ত ঢেলে দেব, যেভাবে ১৯৭১ সালে দিয়েছিলাম।
তিনি বলেন, ড. ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি এবং তা অব্যাহত থাকবে। কিন্তু তাকে বলতে চাই, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আপনি একটি কার্যকর ভূমিকা গ্রহণ করুন। আপনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু এই সমর্থনকে কাজে লাগিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার না করে। আপনাকে আরো বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারতকে মোটেও ছাড় দেবেন না।
বাবলু আরও বলেন, আজকের এই সভা থেকে সারা বিশ্বের প্রতি আহ্বান জানাব, ইসরায়েলি পণ্য বয়কট করুন। কিন্তু কোনো ভাঙচুর-রাহাজানিতে যাবেন না।