ফিলিস্তিনের দুই অধিকারকর্মীকে আটকের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। এ দুজন হলেন পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী শেখ জাররাহ এলাকার বাসিন্দা মুনা এল-কুর্দ ও তাঁর যমজ ভাই মোহাম্মদ এল-কুর্দ। গত রোববার তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। খবর বিবিসির।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যে পাঁয়তারা চলছে, এর বিরুদ্ধে প্রচার চালাচ্ছিলেন ওই দুই ভাই-বোন। এ কারণে তাঁদের আটক করা হয়।
তবে ইসরায়েলের পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, তাতে অংশ নিয়েছিলেন ওই দুজন।
এদিকে মুক্তি পাওয়ার পর মুনা এক বিবৃতি দিয়েছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি লিখেছেন, এটা পরিষ্কার যে পুলিশ মানুষের মুখ বন্ধ করতে চায়। পুলিশ মানুষকে ভয় দেখাতে চায় এবং সাধারণ মানুষকে চাপে রাখতে চায়।
এই আটকের ঘটনার ভিডিওতে দেখা যায়, মুনা এল-কুর্দকে তাঁর বাসা থেকে আটক করা হয়। এ সময় তাঁকে হাতকড়া পরানো হয়েছিল। দুজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। বিবিসির খবরে বলা হয়েছে, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদের বিরুদ্ধে যে প্রচার চালানো হচ্ছে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মুনা।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সর্বশেষ সংঘর্ষ হয়েছে গত মাসে। এ সংঘর্ষে আড়াই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এর বেশির ভাগই গাজার বাসিন্দা। এ সংঘর্ষ শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শেখ জাররাহ এলাকার উত্তেজনা।