নিজস্ব প্রতিবেদক:
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বিক্রির জন্য ফুল কিনে ফেরার পথে রাজধানীর মৎস্য ভবন এলাকায় সড়ক দুর্ঘটনায় দিপু মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দিপু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে, ভোরে দিপু মিয়াকে কয়েকজন ছাত্র ও তার স্বজনরা আহত অবস্থায় হাসপাতাল নিয়ে আসে। তাকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়।
দিপুর খালাতো ভাই মাহবুবুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে দিপু তাকে ফোন করে শাহবাগে ফুল কিনতে যাওয়ার কথা জানান। পরে দিপুর ফোন থেকেই এক পথচারী জানান যে, দিপু আহত অবস্থায় মৎস ভবন সংলগ্ন তেলের পাম্পের বিপরীত পাশে পড়ে আছেন।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো উদঘাটন করা যায়নি।
মাহবুবুল ইসলামের কাছ থেকে জানা যায়, দিপুর বাবার নাম জামাল সরদার। তার মা দীর্ঘদিন আগে মারা গেছেন। ২ ভাইয়ের মধ্যে দিপু বড়। যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় নানার বাড়িতে থাকতেন তিনি।