রকমারি ডেস্কঃ
ফুল ফুটতে দেরি আছে, চুরি হতে দেরি নাই। চোরের এমন উপদ্রবে অতিষ্ঠ এক ব্রিটিশ বৃদ্ধা চিঠি লিখে গাছে ঝুলিয়ে রেখে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে শিরোনাম হয়েছেন।
পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এমন একটি ছবি সম্প্রতি শেয়ার করা হয়েছে। সেখানে চোরের উদ্দেশ্য কবিতার লাইন দেখা গেছে।
তার আবেদন, অনেক কষ্টে বাগান সাজিয়েছেন, চোর যেন তার সাজানো বাগান নষ্ট না করে। কারণ অবসর জীবনে ওই বাগানটিই তার একমাত্র সম্বল।
কবিতার বয়ানে স্পষ্ট, প্রায়শই ওই বাগান থেকে ফুলের গাছ বা ফুল চুরি করেন কেউ। তবে চোরের কাছে বাগানপ্রেমীর বিনীত আর্জি, ‘চোর, যদি আমাদের প্রতি তোমার একটুও সহানুভূতি থাকে, তবে চুরি করা গাছগুলো ফিরিয়ে দিয়ে যেও দয়া করে। কারণ আমি একজন অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক। আর ওই গাছগুলো কিনতে আমাকে খরচ করতে হয়েছে।’
কবিতাটি দেখে নেটাগরিকদের অনেকে মজা পেলেও কেউ কেউ বিরূপ মন্তব্যও করেছেন। অনেকে বলেছেন, ‘অবসর নেওয়ার পর অনেকেরই ভীমরতি হয়। তবে তারপর যে তারা কবিতাও লেখেন জানা ছিল না।’
বিএসডি/এএ