ময়মনসিংহ প্রতিবেদক
ময়মনসিংহ এর ত্রিশাল বাজার দরগা মহল্লা রোডের ঔষধ ব্যবসায়ী আনিসুজ্জামান কাজলের ছেলে হাবিবুল বাশার বাপ্পি জার্মান-এর
Technische Hochschule Ingolstadt, Germany (Technical University of Ingolstadt, Germany) তে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়েছেন।
তিনি (B.Eng in Engineering and Management) বিষয়ের উপর তালিকাভুক্ত হন।
হাবিবুল বাশার বাপ্পি’র কাছে তার অনুভূতি জানতে চাইলে সে বলে, আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আল-আমিনের দরবারে লাখ-কোটি কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাই। সাথে অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাই আমার সকল প্রিয় শিক্ষক/ শিক্ষিকা ও যাদের দোয়া আর অসামান্য অবদানের বদৌলতেই আজকে আমার এই অর্জন। আপনাদের কাছে আমার আবেদন- ” আমার জন্য আপনাদের এই দোয়া অব্যহত রাখবেন যেন আমি এই ত্রিশালের মাটি মানুষের জন্য কাজ করতে পারি ” । শিক্ষা জীবন শেষ করে এই দেশ ও মানুষের জন্য আমার অর্জিত শিক্ষাকে কাজে লাগাতে পারি ।
তার পিতা-মাতার কাছে তাদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন,আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর মহান আল্লাহ্র মেহেরবানীতে আমার সন্তানের এই অর্জন যেন এই দেশ ও জাতির কাজে লাগে, তার মেধা ও প্রজ্ঞা দিয়ে সে যেন দেশের মানুষের জন্য নিরলস কাজ করতে পারে এটাই আমাদের চাওয়া।সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।
হাবিবুল বাশার বাপ্পি’র শিক্ষা জীবন শুরু হয় আইডিয়াল একাডেমী,ত্রিশাল-এ পরবর্তীতে সরকারি নজরুল একাডেমী, ত্রিশাল থেকে জে এস সি ও এস এস সি এবং আলমগীর মন্সুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি পাশ করে।
বিএসডি/এনাম/এমএম