নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের এক ব্যবসায়ীর ১৫টি স্বর্ণের বার ডাকাতির অভিযোগে ফেনী থেকে গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম ভূঁইয়া, তিন এসআই ও দুই এএসআইসহ ছয় অফিসারকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বুধবার (১১ আগস্ট) উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোসহ ওই ছয় পুলিশ সদস্যকে আদালতে হাজির করা হবে।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করলে ঘটনা জানাজানি হয়।
গ্রেফতারকৃতরা অন্য অফিসাররা হলো- ফেনী ডিবির এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক এবং এএসআই অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আগে রবিবার (৮ আগস্ট) বিকালে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় ওই ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পরিচয়ে স্বর্ণের বারগুলো ডাকাতি করেন অভিযুক্তরা।
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, বিপিএম, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোসহ বুধবার ওই ছয় অফিসারকে আদালতে হাজির করা হবে।
বিএসডি/আইপি