আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আলাউদ্দিন চৌধুরী নাসিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু।
এসময় ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম বাবু, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, তার কার্যালয় থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষে তার ভাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ফেনী-১ আসনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দলীয় মনোনয়ন দেওয়ায় সভানেত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএসডি/ এফ এ