আন্তর্জাতিক ডেস্ক
২০২৬ সালের নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। শুক্রবার রিও ডি জেনেইরোর এক অনুষ্ঠানে আগামী নির্বাচনের বিষয়ে কথা বলেছেন তিনি।
লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা বলেন, ‘‘প্রস্তুত থাকুন। যদি সবকিছু আমার চিন্তা-ভাবনা অনুযায়ী এগোয়, তাহলে এই দেশ প্রথমবারের মতো এমন একজন প্রেসিডেন্ট পাবে; যিনি চারবার জনগণের ভোটে নির্বাচিত হবেন।’’
৭৯ বছর বয়সী ব্রাজিলের এই বামপন্থী নেতা ২০২২ সালে নিজের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে তা একটানা ছিল না। এর আগে, ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।
এমন এক সময়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার এই ইঙ্গিত দিয়েছেন লুলা, যখন দেশটিতে জনপ্রিয়তায় ভাটা পড়েছে তার।
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে উচ্চ মূল্যস্ফীতির কারণে তার জনপ্রিয়তা ঐতিহাসিকভাবে নিচে নেমে গেছে। পাশাপাশি দেশটির সংসদ কংগ্রেসের সঙ্গেও তার সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। কারণ দেশটির সংসদে শক্তিশালী জোট গঠন করতে পারেননি তিনি।
ব্রাজিলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুলা। গত বছর মাথায় রক্তক্ষরণের সমস্যার কারণে দু’বার জরুরি অস্ত্রোপচার করাতে হয়েছিল তার।
সূত্র: রয়টার্স।