ফেসবুকের অপব্যবহার রোধ ও এর কার্যক্রম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে গত ১৮ নভেম্বর ফেসবুকের বাণিজ্যিক প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ পাঁচ ব্যক্তি বরাবরে আইনি নোটিশ পাঠান ওই চার ব্যক্তি। এতে নোটিশ গ্রহণের তিন দিনের মধ্যে কোনো ধরনের বিলম্ব ছাড়াই দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপব্যবহার ও ফেসবুকের কার্যক্রম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। এর আগে গত ৮ নভেম্বর বিটিআরসির বরাবরে আবেদন দেন ওই চার ব্যক্তি, যেখানে বাংলাদেশ ফেসবুকের অপব্যবহার রোধে কিছু প্রস্তাব তুলে ধরা হয়।
আইনজীবী তাপস কান্তি বল প্রথম আলোকে বলেন, ওই প্রস্তাবের বিষয়ে বিটিআরসি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি নোটিশেরও যথাযথ জবাব না দেওয়ায় রিটটি করা হয়।
বিএসডি/ এলএল