খেলাধূলা প্রতিনিধি:
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ২২ নভেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে তাদের।
তবে বিশ্বচ্যাম্পিয়নদের সমীহ করলেও একদমই ভয় পাচ্ছে না অস্ট্রেলিয়া। দলটির উইঙ্গার আওয়ের মাবিলের মতে, ফ্রান্সের ফুটবলাররাও তাদের মতোই মানুষ। ফ্রান্সের খেলোয়াড়দের শক্তিমত্তা জানা থাকলেও খেলার আগেই হেরে যেতে নারাজ স্প্যানিশ ক্লাব কার্দিজের এই ফুটবলার, ‘ফ্রান্সের ফুটবলাররাও আমাদের মতোই মানুষ। অবশ্যই তাঁদের দলে বড় বড় সব তারকা রয়েছেন। কিন্তু খেলার আগেই আপনি এসব নিয়ে চিন্তা করলে আপনি মানসিকভাবে পিছিয়ে পড়বেন।’
নিজেদের শক্তিমত্তার দিকেই আপাতত মূল নজর ২৭ বছর বয়সী এই উইঙ্গারের। এ ছাড়া ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে ভীত তো নয়ই, বরং ভীষণ রোমাঞ্চিত মাবিল। তিনি বলেন, ‘আপাতত আমাদের প্রধান কাজ নিজেদের যোগ্যতার ওপর ভরসা রাখা ও মাঠের খেলায় মনোযোগী হওয়া। নিজেদের দিনে যদি মাঠে আমরা সেরাটা দিতে পারি, তাহলে যে কাউকেই হারানো সম্ভব। আর সেটা যদি আপনার দিন নাও হয়, তবুও সমস্যা নেই। তবে মাঠে যে কারও বিপক্ষে খেলতেই আমি ভয় পাই না। বরং ফ্রান্সের সেরা সব খেলোয়াড়ের সঙ্গে আমি কেমন পারফর্ম করতে পারি, তা দেখতেই আমি মুখিয়ে আছি।’
২০১৮ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে মাবিলের। অস্ট্রেলিয়াকে কাতার বিশ্বকাপে খেলানোর পেছনেও তাঁর অবদানই সবচেয়ে বেশি। বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে পেল্গ-অফের ডু অর ডাই ম্যাচে, টাইব্রেকারে জয়সূচক গোলটি করেন মাবিল। বিশ্বকাপেও নিশ্চয়ই দারুণ কিছু করে, নিজের প্রথম বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে চাইবেন এই অস্ট্রেলিয়ান। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিসিয়া।
বিএসডি/এফএ