বর্তমান সময় ডেস্ক:
অমর একুশে বইমেলার সময় আগামী ১৭ মার্চ পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বইমেলার সময় ১৭ মার্চ পর্যন্ত বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রাথমিক ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা ছিল। সে অনুযায়ী প্রকাশকদের কাছ থেকেও স্টল বরাদ্দের ভাড়া অর্ধেক নেওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পূর্ব পাশে লিটল ম্যাগাজিনের জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। ১২৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
বিএসডি/ এফএস